নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘গতকাল রোববার রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গাড়িসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুজন মাসুদ মিয়া ও ইকবাল জানান, গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। তাঁরা সবাই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোনা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘গতকাল রোববার রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গাড়িসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুজন মাসুদ মিয়া ও ইকবাল জানান, গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। তাঁরা সবাই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোনা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেরাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের মারধরকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেআওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায়...
৩৫ মিনিট আগেমৌলভীবাজারে আটক করার সময় পুলিশের হাত থেকে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ।
৪৩ মিনিট আগে