নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। আমাদের ভেতর দেশপ্রেম জাগাতে হবে। সাহস নিয়ে সত্য বলতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগে নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ সেই সময়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মমতাজ বেগম তার দেশপ্রেম দেখিয়েছেন। আমাদের সমাজে নারীদের অনেক বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তোমরা মমতাজ বেগমের কথা চিন্তা করবে, মাথায় রাখবে নারায়ণগঞ্জে আইভী আছে তোমাদের পাশে।’
মেয়র বলেন, ‘কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। কারণ রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। তাই তোমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন করতে হবে। নারীরা যেখানে গিয়েছে, সেটা হোক রাষ্ট্রপ্রধান বা ঝাড়ুদার, সব জায়গায় নিজ মেধা ও বুদ্ধি দিয়ে স্ব স্ব অবদান রেখেছে। পুরুষশাসিত সমাজে পুরুষের মাঝখানে থেকে প্রতিযোগিতা করে এগোতে হয়। আমরা আমাদের বাবা, ভাই, সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছি। পুরুষেরা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তাদের পাশে নিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের পথটা তাদেরই করে দিতে হবে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাষাসৈনিক মমতাজ বেগমের নাতনি ডা. ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যে অসৎ, সে সত্য কথা বলতে ভয় পায়। অন্যায় কাজ করলে সাহস থাকে না। আমাদের ভেতর দেশপ্রেম জাগাতে হবে। সাহস নিয়ে সত্য বলতে হবে। প্রীতিলতা, বেগম রোকেয়ার কথা চিন্তা করতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভাষাসৈনিক মমতাজ বেগম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আজ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আগে নারীর লেখাপড়া করা, প্রতিবাদী হওয়া সহজ ব্যাপার ছিল না। এখনো আমরা প্রতিবাদ করতে ভয় পাই। অথচ সেই সময়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে মমতাজ বেগম তার দেশপ্রেম দেখিয়েছেন। আমাদের সমাজে নারীদের অনেক বাধা-বিপত্তি রয়েছে। কিন্তু তোমরা মমতাজ বেগমের কথা চিন্তা করবে, মাথায় রাখবে নারায়ণগঞ্জে আইভী আছে তোমাদের পাশে।’
মেয়র বলেন, ‘কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু কেউ রাজনীতিবিদ হতে চায় না। কারণ রাজনীতিবিদদের নিয়ে একটি নেতিবাচক আলোচনা আছে। তাই তোমাদের চিন্তা-ভাবনাও পরিবর্তন করতে হবে। নারীরা যেখানে গিয়েছে, সেটা হোক রাষ্ট্রপ্রধান বা ঝাড়ুদার, সব জায়গায় নিজ মেধা ও বুদ্ধি দিয়ে স্ব স্ব অবদান রেখেছে। পুরুষশাসিত সমাজে পুরুষের মাঝখানে থেকে প্রতিযোগিতা করে এগোতে হয়। আমরা আমাদের বাবা, ভাই, সন্তানদের হাত ধরে এগিয়ে যাচ্ছি। পুরুষেরা আমাদের থেকে বিচ্ছিন্ন কেউ নয়। তাদের পাশে নিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের পথটা তাদেরই করে দিতে হবে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির ইউ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ভাষাসৈনিক মমতাজ বেগমের নাতনি ডা. ফারজানা ইসলাম রূপা, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক মমতাজ বেগম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন। এ জন্য তিনি ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৯ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৯ ঘণ্টা আগে