শরীয়তপুর প্রতিনিধি
ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।
ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে