কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মো. সোহেল ওরফে বদন খন্দকার (৩৫) নামের এক চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের মামলায় অটোরিকশা চুরি-ছিনতাই চক্রের চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় দেন।
এ ছাড়া প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ভৈরব উপজেলার ছনছড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. লিটন মিয়া, একই গ্রামের মো. আবু মিয়ার ছেলে মো. রব্বানী, ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া ও বাঁশগাড়ী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. কাজল মিয়া।
নিহত ইজিবাইকচালক মো. সোহেল ওরফে বদন খন্দকার পাশের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাঝেরচর গ্রামের মো. আব্দুল হান্নান খন্দকারের ছেলে।
কিশোরগঞ্জ আদালতের পরিদর্শক মো. শামছুল আলম সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রায়ের পর দণ্ডিত চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ইজিবাইকচালক মো. সোহেল ওরফে বদন খন্দকার ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সকালে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বদন খন্দকারের স্বজনেরা গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। দুই দিন পর ২৫ সেপ্টেম্বর নিহতের বাবা মো. আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। মামলা তদন্ত করেন পিবিআই কিশোরগঞ্জের পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি বিকেলে ভৈরবের শম্ভুপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি স্বীকারোক্তিতে জানান, তাঁরা চার বন্ধু লিটন মিয়া, রব্বানী, জুয়েল ও কাজল হত্যায় অংশ নেন। ২০২১ সালের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা জামির হোসেন জিয়া আদালতে এই চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আবু নাসের মোহাম্মদ ফারুক সনজু, আসামিপক্ষে ছিলেন মো. মিজানুর রহমান।
কিশোরগঞ্জের ভৈরবে মো. সোহেল ওরফে বদন খন্দকার (৩৫) নামের এক চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের মামলায় অটোরিকশা চুরি-ছিনতাই চক্রের চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় দেন।
এ ছাড়া প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ভৈরব উপজেলার ছনছড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. লিটন মিয়া, একই গ্রামের মো. আবু মিয়ার ছেলে মো. রব্বানী, ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া ও বাঁশগাড়ী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. কাজল মিয়া।
নিহত ইজিবাইকচালক মো. সোহেল ওরফে বদন খন্দকার পাশের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাঝেরচর গ্রামের মো. আব্দুল হান্নান খন্দকারের ছেলে।
কিশোরগঞ্জ আদালতের পরিদর্শক মো. শামছুল আলম সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রায়ের পর দণ্ডিত চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ইজিবাইকচালক মো. সোহেল ওরফে বদন খন্দকার ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সকালে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বদন খন্দকারের স্বজনেরা গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। দুই দিন পর ২৫ সেপ্টেম্বর নিহতের বাবা মো. আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। মামলা তদন্ত করেন পিবিআই কিশোরগঞ্জের পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জিয়া।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি বিকেলে ভৈরবের শম্ভুপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি স্বীকারোক্তিতে জানান, তাঁরা চার বন্ধু লিটন মিয়া, রব্বানী, জুয়েল ও কাজল হত্যায় অংশ নেন। ২০২১ সালের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা জামির হোসেন জিয়া আদালতে এই চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আবু নাসের মোহাম্মদ ফারুক সনজু, আসামিপক্ষে ছিলেন মো. মিজানুর রহমান।
ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
২৩ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৪ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে