নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুনের ঘটনায় যুবদলের ৪ নেতাকে হাতেনাতে আটক করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়া হলে পাঁচ মিনিটের মধ্যে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মো. দুলু (৪৪) এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮), মো. আব্বাস আলী (৩২), মো. আব্দুল লতিফ বিপ্লব (৩৩)।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধানের দাবি, ককটেল বানানোর জন্য কুমিল্লা ও সীতাকুণ্ড থেকে বিস্ফোরক আনানো হয়। আর ককটেল বানান যুবদলের কেন্দ্রীয় দুই নেতা।
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় বিএনপি–জামায়াতের ডাকা অবরোধে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় যুবদলের চারজন নেতাকে হাতেনাতে আটক করে ডিবি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তাঁরা আগুন দেন। ৭টা ৪০ মিনিটে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই যুবদলের নেতা এটা তাঁরা স্বীকার করেছেন। তাঁদের নেতা রবিউল ইসলাম নয়ন এবং অন্যান্য নেতাদের আগুন দেওয়ার ছবিও পাঠিয়েছেন তাঁরা।’
ডিবি প্রধান বলেন, ‘কর্মীদের প্রতি বিএনপি নেতাদের নির্দেশ হলো, বাসে আগুন লাগাতে হবে এবং সেটা তাঁদের বড় ভাইদের পাঠাতে হবে। যারা গতকাল আটক হয়েছেন তাঁরা আরও কোথায় কোথায় আগুন লাগিয়েছেন তা জানতে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তাঁদের সঙ্গে আরও কে কে জড়িত তা জেনে সবাইকে আইনের আওতায় আনা হবে।’
এত কিছুর পরেও কেন বাসে আগুন দেওয়া থামানো যাচ্ছে না, সাংবাদিকদের এ প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘ঢাকা শহরের বিচ্ছিন্ন একটি জায়গায় ককটেল নিক্ষেপ করা বা একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টা জনমনে তেমন প্রভাব পড়ে না। সাময়িকভাবে হয়তো একটা প্রভাব পড়ে। এ কারণেই দেখা যাচ্ছে, অবরোধেও ঢাকা শহরে যানজট। অবরোধ যে আছে সেটা বোঝাই যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে এসব ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় অনেককেই আটক করা হয়েছে।’
বিএনপিকে বিস্ফোরক দ্রব্য কারা দিচ্ছে— এ প্রশ্নে ডিবির হারুন বলেন, ‘কয়েক দিন আগে যুবদলের নেতা আবু সাইদ মিন্টুকে আটক করার পর আমাদের কাছে এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে, যুবদলের নেতারাই এসব ককটেলগুলো বানাচ্ছেন। কুমিল্লা থেকে এবং সীতাকুণ্ড থেকে তাঁরা এসব ককটেলের উপাদান নিয়ে আসেন। আর এসবের জন্য টাকা দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক। আর যুবদলের দুই কেন্দ্রীয় নেতা এসব ককটেল বানান। এরপর তাঁরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এগুলো সরবরাহ করে। এসবের সঙ্গে জড়িত অনেকের নাম আমরা পেয়েছি। তাঁদের সবাইকেই আটক করা হবে।’
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের বাসে আগুনের ঘটনায় যুবদলের ৪ নেতাকে হাতেনাতে আটক করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়া হলে পাঁচ মিনিটের মধ্যে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মো. দুলু (৪৪) এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন (৩৮), মো. আব্বাস আলী (৩২), মো. আব্দুল লতিফ বিপ্লব (৩৩)।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধানের দাবি, ককটেল বানানোর জন্য কুমিল্লা ও সীতাকুণ্ড থেকে বিস্ফোরক আনানো হয়। আর ককটেল বানান যুবদলের কেন্দ্রীয় দুই নেতা।
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় বিএনপি–জামায়াতের ডাকা অবরোধে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় যুবদলের চারজন নেতাকে হাতেনাতে আটক করে ডিবি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তাঁরা আগুন দেন। ৭টা ৪০ মিনিটে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই যুবদলের নেতা এটা তাঁরা স্বীকার করেছেন। তাঁদের নেতা রবিউল ইসলাম নয়ন এবং অন্যান্য নেতাদের আগুন দেওয়ার ছবিও পাঠিয়েছেন তাঁরা।’
ডিবি প্রধান বলেন, ‘কর্মীদের প্রতি বিএনপি নেতাদের নির্দেশ হলো, বাসে আগুন লাগাতে হবে এবং সেটা তাঁদের বড় ভাইদের পাঠাতে হবে। যারা গতকাল আটক হয়েছেন তাঁরা আরও কোথায় কোথায় আগুন লাগিয়েছেন তা জানতে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তাঁদের সঙ্গে আরও কে কে জড়িত তা জেনে সবাইকে আইনের আওতায় আনা হবে।’
এত কিছুর পরেও কেন বাসে আগুন দেওয়া থামানো যাচ্ছে না, সাংবাদিকদের এ প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘ঢাকা শহরের বিচ্ছিন্ন একটি জায়গায় ককটেল নিক্ষেপ করা বা একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টা জনমনে তেমন প্রভাব পড়ে না। সাময়িকভাবে হয়তো একটা প্রভাব পড়ে। এ কারণেই দেখা যাচ্ছে, অবরোধেও ঢাকা শহরে যানজট। অবরোধ যে আছে সেটা বোঝাই যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে এসব ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় অনেককেই আটক করা হয়েছে।’
বিএনপিকে বিস্ফোরক দ্রব্য কারা দিচ্ছে— এ প্রশ্নে ডিবির হারুন বলেন, ‘কয়েক দিন আগে যুবদলের নেতা আবু সাইদ মিন্টুকে আটক করার পর আমাদের কাছে এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে, যুবদলের নেতারাই এসব ককটেলগুলো বানাচ্ছেন। কুমিল্লা থেকে এবং সীতাকুণ্ড থেকে তাঁরা এসব ককটেলের উপাদান নিয়ে আসেন। আর এসবের জন্য টাকা দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক। আর যুবদলের দুই কেন্দ্রীয় নেতা এসব ককটেল বানান। এরপর তাঁরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এগুলো সরবরাহ করে। এসবের সঙ্গে জড়িত অনেকের নাম আমরা পেয়েছি। তাঁদের সবাইকেই আটক করা হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৯ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
১৩ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
১৫ মিনিট আগে