Ajker Patrika

টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৪, ১৬: ২৫
টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১ 

গাজীপুরের টঙ্গীতে তরুণকে হত্যার পর তুরাগ নদে পানিতে ফেলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ সোমবার দুপুরে র‍্যাব-১–এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ওই তরুণের নাম সিয়াম আহম্মেদ (১৯)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদের ওপর প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠালে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে। 

এর আগে গত চার মাস আগে উত্তরখান থানার ফায়দাবাদ এলাকায় ফুফু নাদিরার বাসায় থেকে একটি ইলেকট্রনিক শোরুমে চাকরি করতেন। ঈদের দিন রাতে বাসা থেকে বেরিয়ে যান রিফাত। পর দিন সন্ধ্যায় তুরাগ নদের পানিতে তাঁর লাশ ভাষতে দেখা যায়। রিফাতকে হত্যার পর নদের পানিতে ফেলে দেওয়া হয় বলে র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম এর দায় স্বীকার করেছে। আজ সিয়ামকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হবে। 

নিহত রিফাত মোল্লা (২২) নরসিংদী জেলা রায়পুরা থানার হাইরজারা গ্রামের ইসমাইল হাসানের ছেলে। এ ঘটনায় পরদিন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত