Ajker Patrika

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৮
বঙ্গবন্ধুর সমাধিতে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘পৃথিবীতে বাঙালি জাতি রাষ্ট্র বলতে একটিই দেশ আর সেটি হলো বাংলাদেশ। আর সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদেরকে দেশ দিয়ে গেছেন, আর সেই দেশ পরিচালনার জন্য একটি সংবিধান দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধান সংরক্ষণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব।’

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রধান বিচারপতি বলেন, ‘আমি এবং আমার সহকর্মী বিচারপতিবৃন্দ এই সংবিধান সংরক্ষণ করার শপথ নিয়েছি। সেই লক্ষ্যেই আমি ও আমার সহকর্মী বিচারপতিদের নিয়ে একসঙ্গে একযোগে কাজ করব। যাতে বঙ্গবন্ধুর সংবিধান ও তাঁর নির্দেশিত পথেই আমরা থাকতে পারি।’ 

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছে সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করেন। এরপর তিনি সমাধি সৌধের মসজিদে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশ নেন। 

এ সময় আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত