Ajker Patrika

নবাবগঞ্জে আগুনে পুড়ল ১০টি বাস

প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৬: ৫০
নবাবগঞ্জে আগুনে পুড়ল ১০টি বাস

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে পার্ক করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাস পুড়ে গেছে। এসময় পার্শ্ববর্তী অন্তত ১০টি দোকানঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনায় আহত একজনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় নদীপাড়ের আবর্জনার স্তূপ পোড়ানোর জন্য কেউ আগুন দেয়। আগুন আস্তে আস্তে মুরসালিনের পেট্রোল, ডিজেলের দোকানসহ আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ভয়াবহ আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শী এন মল্লিক পরিবহনের শ্রমিক ফেরদৌস বলেন, আমি আগুন দেখে সাথে সাথেই লোকজন ডাকি এবং বাস সরানোর চেষ্টা করি। আমি তিনটা বাস আগুন থেকে রক্ষা করতে পেরেছি। বাকিগুলো সরানোর আগেই আগুন ধরে যায়।

নবাবগঞ্জের বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ১০টি বাস ও ১০টি দোকান পুড়ে ছাই। ছবিঃ আজকের পত্রিকাস্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আমরা এমন ভয়াবহ আগুন আগে কখনো দেখিনি। আশেপাশের সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোর কোনো অস্তিত্ব নাই। দোকানের পেছনে ককশিট, পলিথিনের আবর্জনার স্তূপ মাঝেমধ্যেই আগুন দিয়ে পোড়ান হয়। আজও কেউ আগুন দিয়েছিল। সেই আগুনই ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন তিনি।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাসসহ অন্তত ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জের বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ১০টি বাস ও ১০টি দোকান পুড়ে ছাই। ছবিঃ আজকের পত্রিকাদোহার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হক বলেন, আমরা সকাল ১০টায় সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আগুনের সূত্রপাত কীভাবে হলে তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন মনজু।

ক্ষতিগ্রস্ত এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিকের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নম্বরে কল করা হলে তিনি জবাব দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত