Ajker Patrika

পদ্মা সেতু উন্নয়নে বাধাদানকারীদের মুখে চপেটাঘাত: শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুন ২০২২, ১৫: ৩৭
পদ্মা সেতু উন্নয়নে বাধাদানকারীদের মুখে চপেটাঘাত: শ ম রেজাউল করিম

বাংলাদেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চেয়েছিল, পদ্মা সেতু তাদের মুখে চপেটাঘাত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ‘অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজকে পদ্মা সেতু নামক বিশ্বের বিস্ময় নিজেদের অর্থে নির্মাণ করার মধ্য দিয়ে দেখিয়েছেন, আমরা চাইলেই পারি। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক। বাংলাদেশের উন্নয়নকে অবৈধ উপায়ে যারা বাধাগ্রস্ত করতে চেয়েছিল, পদ্মা সেতু হচ্ছে তাদের মুখে চপেটাঘাত।’

পদ্মা সেতু শুধু ইট-কংক্রিটের একটি স্থাপনা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অপরাধ যারা করবে, তাদের বিচার হতে হবে। দেশের উন্নয়নের যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিরোধিতা করেছে, ড. ইউনূস হোক আর তাঁর সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের বিচার করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই। দেশের উন্নয়নের ক্ষেত্রে যারা অসত্য তথ্য সরবরাহ করবে, তাদের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনসহ অন্যান্য আইন আছে, সেসব আইনে তারা অপরাধী।’ 

বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ ছাড়া আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত