Ajker Patrika

প্রযুক্তি ব্যবহার করে ঐতিহ্যকে রক্ষা করা হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৩
প্রযুক্তি ব্যবহার করে ঐতিহ্যকে রক্ষা করা হবে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘মার্কেটিং ক্ষেত্রটি ভালো করতে পারলেই মানুষ কলের সুতার চেয়ে খদ্দরের দিকে বেশি উৎসাহিত হবে। নতুন প্রজন্মের কাছে আমরা সেই ঐতিহ্যবাহী কাজগুলো চাচ্ছি। কিন্তু তারা আমাদের প্রযুক্তির মাধ্যমে সেই কাজ করে দেবে। বাঙালি ছেলেমেয়েদের সেই সক্ষমতাটা আছে।’ গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আজ শুক্রবার তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা স্পেস সায়েন্স না পড়েই তিন মাসের ট্রেনিং নিয়ে ত্রুটিহীনভাবে স্যাটেলাইট চালিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের কাছে আমাদের সেই আস্থাটা আছে। তাঁতির ছেলে-মেয়ে আর তাঁতি হবে না। বরং প্রযুক্তি ব্যবহার করে তাঁরা তাদের পণ্য এমনভাবে মার্কেটিং করবে, যা তাদের শিল্পকে আরও সহজলভ্য করে তুলবে। বিশ্বের দরবারে প্রদর্শন করবে।’

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘ঐতিহ্য সংরক্ষণে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ, বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর। একজন তাঁতির ছেলে তাঁতি হবে না। তাই বলে সেই শিল্প বিলুপ্ত হয়ে যেতে পারে না। প্রযুক্তির মাধ্যমে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত