Ajker Patrika

রায়পুরায় মোবাইল ফোনের ফ্ল্যাশে রাতে ধান কাটছেন তাঁরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ১২
রায়পুরায় মোবাইল ফোনের ফ্ল্যাশে রাতে ধান কাটছেন তাঁরা

নরসিংদীর রায়পুরায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এতে অনেক তরুণ দল বেঁধে রাতে মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন। দিনের রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে এভাবে রাতে ধান কাটছেন তাঁরা। 

গতকাল মঙ্গলবার রাতে রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে গিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন খেতে ধান কেটেছে ৮-১২ জনের একটি দল। তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশের সহায়তায় এসব ধান কাটে। 

রাতে ধান কাটা দলের সদস্য আমিন মিয়া, সোহেল ও নয়ন মিয়া বলেন, দিনের বেলায় দুই দিন রোদ-বৃষ্টি হয়েছিল। রোদে রগরমে কাজ করা যায় না। পাশাপাশি শ্রমিকের সংকট চলছে। গতকাল সন্ধ্যা থেকে ৮-১০ জন তরুণ মিলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে ধান কাটা শুরু করি। চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। একটুও ক্লান্ত হইনি। কাজের ফাঁকে গল্প-আড্ডা-গান গেয়ে আনন্দ উপভোগ করেছি। 

রাতের ধান কাটা দেখতে আসেন স্থানীয় বাসিন্দা সুহেরা আক্তার। তিনি বলেন, ‘হঠাৎ ধানখেতে চোখ পড়তেই আলো দেখি, এগিয়ে দেখি ধান কাটছে। প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে স্থানীয় কয়েকজনের কণ্ঠ শুনে বুঝতে পারলাম তাঁরা রাতের বেলায় মোবাইলের আলোয় ধান কাটছেন।’ 

স্থানীয় বাসিন্দা মুমেন বলেন, ‘দিনের বেলায় রোদের গরম পড়ে। এ ছাড়া শ্রমিকের সংকটে মজুরি বেশি দেওয়া লাগে। তাই কয়েকজন তরুণ রাতে ধান কাটছেন। মোবাইল ফোনের আলোয় ধান কাটা এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।’ 

মোবাইল ফোনের ফ্ল্যাশে ধান কাটছেন কয়েকজন তরুণ। গতকাল মঙ্গলবার রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামে। ছবি: আজকের পত্রিকা জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদীতে ৫৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ার আশা করছেন কৃষকেরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াই শুরু হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত