Ajker Patrika

নবাবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামে গরু চুরি অভিযোগে গণপিটুনিতে ফালু মোল্লা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফালু মোল্লা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের গঙ্গালালপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মেলেং গ্রামের ওহাবের বাড়ির গোয়ালঘরে গরুর রশি খুলে গরু চুরির চেষ্টা করেন ফালু। এ সময় ওই বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা তাঁকে আটক করে মারধর করেন। আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর রাতে মেলেং গ্রামে গরু চুরি করার সময়ে ফালু মোল্লা নামে একজনকে এলাকাবাসী ধরে গণপিটুনি দেন। এরপর বিকেলে তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি চুরির মামলা ও একটি হত্যা মামলা রুজু হবে বলে জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত