Ajker Patrika

পদ্মা সেতুর দ্বিতীয় দিনে টোল আদায় ১ কোটি ৯৭ লাখ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১৯: ৪৮
পদ্মা সেতুর দ্বিতীয় দিনে টোল আদায় ১ কোটি ৯৭ লাখ

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা। 

পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। 

অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা। 

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে। 

এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা। 

এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত