Ajker Patrika

পুলিশকে ইয়াবাসহ আটকের পর মাদকদ্রব্যের পরিদর্শককে প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশকে ইয়াবাসহ আটকের পর মাদকদ্রব্যের পরিদর্শককে প্রত্যাহার 

পুলিশ সদস্যকে ইয়াবাসহ আটকের তিন দিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলার পরিদর্শক এসএম এলতাস উদ্দিনকে প্রধান কার্যালয়ে সংযুক্তি করা হয়েছে। আজ সোমবার এক অফিস আদেশে তাকে নাটোর থেকে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার নাটোরে ইয়াবা বড়ি বহনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। তার আগে ১৬২টি ইয়াবা বড়ি বহনের অভিযোগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

প্রত্যাহার হওয়া পরিদর্শক এসএম এলতাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্যকে মাদকসহ ধরার কারণে আমাকে সরানো হয়েছে। হয়তো কর্তৃপক্ষ ভালোর জন্যই করেছেন। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক তাইজুল ইসলাম তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৬২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন এলতাস উদ্দিন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চারঘাট থানার এএসআই। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সদস্য গ্রেপ্তারের তিন দিন পরই কেন পরিদর্শকে সরানো হলো জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিচালক প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) কাজী আবেদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই পরিদর্শকের আমরা কোনো দোষ ধরিনি। অনেকে ঢাকা আসতে চেয়েও আসতে পারে না। আমরা তাকে বদলি করে ঢাকা নিয়ে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত