নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ সদস্যকে ইয়াবাসহ আটকের তিন দিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলার পরিদর্শক এসএম এলতাস উদ্দিনকে প্রধান কার্যালয়ে সংযুক্তি করা হয়েছে। আজ সোমবার এক অফিস আদেশে তাকে নাটোর থেকে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার নাটোরে ইয়াবা বড়ি বহনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। তার আগে ১৬২টি ইয়াবা বড়ি বহনের অভিযোগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
প্রত্যাহার হওয়া পরিদর্শক এসএম এলতাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্যকে মাদকসহ ধরার কারণে আমাকে সরানো হয়েছে। হয়তো কর্তৃপক্ষ ভালোর জন্যই করেছেন। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক তাইজুল ইসলাম তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৬২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন এলতাস উদ্দিন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চারঘাট থানার এএসআই। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সদস্য গ্রেপ্তারের তিন দিন পরই কেন পরিদর্শকে সরানো হলো জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিচালক প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) কাজী আবেদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই পরিদর্শকের আমরা কোনো দোষ ধরিনি। অনেকে ঢাকা আসতে চেয়েও আসতে পারে না। আমরা তাকে বদলি করে ঢাকা নিয়ে এসেছি।’
পুলিশ সদস্যকে ইয়াবাসহ আটকের তিন দিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলার পরিদর্শক এসএম এলতাস উদ্দিনকে প্রধান কার্যালয়ে সংযুক্তি করা হয়েছে। আজ সোমবার এক অফিস আদেশে তাকে নাটোর থেকে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার নাটোরে ইয়াবা বড়ি বহনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। তার আগে ১৬২টি ইয়াবা বড়ি বহনের অভিযোগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারঘাট থানার ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
প্রত্যাহার হওয়া পরিদর্শক এসএম এলতাস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্যকে মাদকসহ ধরার কারণে আমাকে সরানো হয়েছে। হয়তো কর্তৃপক্ষ ভালোর জন্যই করেছেন। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক তাইজুল ইসলাম তাঁকে আটক করে দেহ তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৬২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন এলতাস উদ্দিন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চারঘাট থানার এএসআই। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সদস্য গ্রেপ্তারের তিন দিন পরই কেন পরিদর্শকে সরানো হলো জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিচালক প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) কাজী আবেদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই পরিদর্শকের আমরা কোনো দোষ ধরিনি। অনেকে ঢাকা আসতে চেয়েও আসতে পারে না। আমরা তাকে বদলি করে ঢাকা নিয়ে এসেছি।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৮ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৯ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৪০ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে