Ajker Patrika

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২১, ১৭: ২৯
আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের হুমায়ন নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-আউয়াল হোসেন (৩৫), তাঁর স্ত্রী রেনু বেগম ও ১০ বছরের মেয়ে আরফিয়া (১০)। পাশের কক্ষে আফরোজা বেগম (৩০) নামে আরও একজন দগ্ধ হন। এ সময় হাকিম মিয়া (৪০) ও তাঁর স্ত্রী আদুরি বেগম (২৭) আহত হন। তাদের সবার গ্রামের বাড়ি সৈয়দপুরে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম, আজ ভোর ৫ টার দিকে ওই এলাকার হুমায়ুনের একতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে স্থানীয় সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে এ বিষয়ে ঢাকা জোন-৪ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাথরুম থেকে সৃষ্ট বায়ো গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ গ্যাসের লিকেজ থেকে হলে তাতে আগুনের শিখা বেশি থাকবে। আর বায়োগ্যাসের আগুনের শিখা কম থাকবে, তবে শব্দ বেশি হবে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সকলকে দুরে থাকার নির্দেশনাও দেন তিনি।

 খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা-পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিক্যাল অফিসার সেলিম জানান, আমরা লাইনের কোন ত্রুটি পাইনি। তারপরেও সাময়িক সংযোগ বিচ্ছিন্নের জন্য রাইজার খুলে নিয়ে এসেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত