নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরাজগঞ্জের শিশু আশিকুর রহমান নিলয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আসামিরা হলেন–এরশাদ আলী, আবুল কালাম, আশরাফুল ইসলাম ওরফে কানা রিন্টু ও নুর মোহাম্মদ ওরফে কালা চোর ওরফে কালা ডাকাত। বুধবার আপিল বিভাগ এই রায় দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ ও খবির উদ্দিন ভূঁইয়া। তাদের সহযোগিতা করেন মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আইনজীবী আসাদ উদ্দিন জানান, ২০০৬ সালের ১২ জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের আব্দুল হালিমের ৯ বছর বয়সী ছেলে আশিকুর রহমান নিলয়কে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে ফেরত দেওয়ার কথা ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে ফেরত না পেয়ে পরদিন আব্দুল হালিম থানায় এজাহার দায়ের করেন।
পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার করলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ জানুয়ারি সেফটি ট্যাংকের ভেতর থেকে শিশু নিলয়ের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৪ এপ্রিল চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০০৭ সালের ১৫ নভেম্বর আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। আর চার আসামির একজন নিয়মিত আপিল এবং বাকি তিনজন জেল আপিল দায়ের করেন। আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একজন নিয়মিত আপিল এবং তিনজন জেল আপিল দায়ের করেন।
সিরাজগঞ্জের শিশু আশিকুর রহমান নিলয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আসামিরা হলেন–এরশাদ আলী, আবুল কালাম, আশরাফুল ইসলাম ওরফে কানা রিন্টু ও নুর মোহাম্মদ ওরফে কালা চোর ওরফে কালা ডাকাত। বুধবার আপিল বিভাগ এই রায় দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ ও খবির উদ্দিন ভূঁইয়া। তাদের সহযোগিতা করেন মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আইনজীবী আসাদ উদ্দিন জানান, ২০০৬ সালের ১২ জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের আব্দুল হালিমের ৯ বছর বয়সী ছেলে আশিকুর রহমান নিলয়কে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে ফেরত দেওয়ার কথা ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে ফেরত না পেয়ে পরদিন আব্দুল হালিম থানায় এজাহার দায়ের করেন।
পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার করলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ জানুয়ারি সেফটি ট্যাংকের ভেতর থেকে শিশু নিলয়ের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৪ এপ্রিল চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০০৭ সালের ১৫ নভেম্বর আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। আর চার আসামির একজন নিয়মিত আপিল এবং বাকি তিনজন জেল আপিল দায়ের করেন। আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একজন নিয়মিত আপিল এবং তিনজন জেল আপিল দায়ের করেন।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
১৪ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৯ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৬ মিনিট আগে