Ajker Patrika

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪০
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

রাজধানীর বাড্ডা বৌদ্ধমন্দির এলাকায় সড়ক দুর্ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাড্ডা বৌদ্ধমন্দিরের বিপরীত পাশে রাস্তায় দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় থানার পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

বাড্ডা থানার উপপরিদর্শক রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে বাড্ডা বৌদ্ধমন্দিরের বিপরীত পাশের রাস্তা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে তাঁর বুকের ওপর দিয়ে গাড়ির চাকা উঠে গেছে এ রকম আলামত মিলেছে। 

ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে নিহত হাবিবুল্লাহর শ্যালক রাব্বি হাসান জানান, তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খাবাসপুর গ্রামে। হাবিবুল্লাহর বাবার নাম আসাদ আলী শেখ। এক ছেলে ও স্ত্রী রাণীকে নিয়ে মধ্য বাড্ডা ইউসেফ স্কুলসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। গত রাতে বাসা থেকে বের হয়েছিলেন হাবিবুল্লাহ। সকালে তাঁর দুর্ঘটনার খবর পান। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত