Ajker Patrika

নরসিংদীতে চাকরি মেলায় ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে চাকরি মেলায় ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ

নরসিংদীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শিবপুর উপজেলার শাষপুর এলাকায় আয়োজিত মেলায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। বেলা ৯টা থেকে শুরু হয়ে মেলা চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মেলায় মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭০০ চাকরিপ্রার্থী বাছাই করা হয়। এর মধ্যে ৩০০ জন প্রার্থীকে বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি দেওয়া হয়। মেলার মাধ্যমে চাকরি পেয়ে খুশি চাকরি প্রত্যাশীরা।

চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে নরসিংদী কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজিবসহ চেম্বার অব কমার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত বলেন, ‘নরসিংদীর বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা প্রতি বছরই জব ফেয়ারের আয়োজন করি। এরই ধারাবাহিকতায় আজও আমরা এই আয়োজন করেছি। বেকারদের যেন কর্মসংস্থানের সুযোগ হয় এবং কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হয় এ জন্য আমাদের এই আয়োজন। আমরা চাকরি প্রত্যাশীদের এক মিলন মেলা তৈরি করেছি, যার মাধ্যমে নরসিংদীর বেকার যুব সমাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রতিবছর আমাদের এই চাকরির মেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত