Ajker Patrika

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে জবি প্রশাসনকে ২ ঘণ্টার আলটিমেটাম

জবি সংবাদদাতা 
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭: ৫৪
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে জবি প্রশাসনকে ২ ঘণ্টার আলটিমেটাম

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনকে ২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।

আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬ জনের একটি প্রতিনিধিদল লিখিত দাবিগুলো উত্থাপন করে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো আজীবনের জন্য ক্যাম্পাসে সব প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাঁদের সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাঁরা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে। কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেসে অবস্থান করা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এই আন্দোলনে হামলাকারী ও মেসে হামলাকারীদের প্রশাসনে সোপর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সব প্রকার আইনি সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিগুলো লিখিত আকারে দিয়েছে। আমরা প্রশাসন সেগুলো আলোচনা করে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত