Ajker Patrika

টঙ্গীতে ৩ মুসল্লির মৃত্যু: শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩: ২১
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় তিন মুসল্লির মৃত্যুর জেরে সাদপন্থীদের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। মহাসড়কের কয়েক পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিচ্ছে শত শত মুসল্লি। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন যুবায়েরপন্থীরা।

সেখানে উপস্থিত মুফতি জামাল উদ্দিন বলেন, ‘আজ বুধবার ভোরে সাদপন্থীরা হামলা চালিয়ে আমাদের ঘুমন্ত তিনজন মুসল্লিকে হত্যা করে। আমরা অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আমরা ইসলামের জন্য ময়দানে শহীদ হব। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাস্তা ছাড়ব না।’

মাওলানা আবু সাঈদ সুফি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

উল্লেখ্য, আজ বুধবার ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে শত শত গাড়ি আটকা পড়েছে। সড়ক থেকে লোকজন সরিয়ে দিতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত