Ajker Patrika

পাংশায় নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি। 
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১: ৫২
পাংশায় নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার 

রাজবাড়ীর পাংশায় নিজ বাড়ী থেকে রুনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে এই মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানার পুলিশ। উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের (কাতার) প্রবাসী আনিছুর রহমানের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ আনিছুর রহমানের স্ত্রী। 

নিহত গৃহবধূর চাচাশ্বশুর আতাহার মণ্ডল বলেন, ‘আমার নাতি (নিহত গৃহবধূর কন্যা) উম্মে সিনহা (১০) তাঁদের জানিয়েছে যে, উম্মে সিনহা গভীর রাতে ঘুম ভাঙলে দেখে তার দেড় বছর বয়সী ছোট ভাই কান্না করছে। তার মা ঘরে নেই। বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখকে। তাঁকে জিজ্ঞাসা করে আমার মা কোথায়? মিলন শেখ উত্তর দেন, তোমার মা আমাদের বাড়িতে গেছে। মাকে ডাকতে গেলে মিলন শেখ তার মুখ চেপে ধরে টয়লেটের মধ্যে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পরে টয়লেটের দরজা খুলে দিয়ে পালিয়ে যান মিলন। পড়ে দেখে পা বাঁধা অবস্থায় তার মা বাড়ির উঠানে পড়ে আছেন। মায়ের কোন সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরা এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’ 

মিলন শেখ (২৫) একই গ্রামের খলিল শেখের ছেলে। মিলন শেখের বাড়িতে গেলে তাঁর স্ত্রী চম্পা খাতুন বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমি আর আমার স্বামী একসাথেই শুয়ে ঘুমিয়ে পড়ি। পরে কোথাও গিয়েছে কি না, তা আমি জানি না।’ 

আপনার স্বামী কোথায় জানতে চাইলে চম্পা বলেন, ‘পুলিশ সকালে আমার স্বামীকে নিয়ে গেছে।’ তিনি জানান, নিহত গৃহবধূর বাড়িতে তিনি কাজ করতেন। শারীরিক অসুস্থতার কারণে ছয় মাস ধরে কাজ করতে পারেন না।

স্থানীয়রা জানান, মিলন শেখ কোনো প্রকার কাজ-কাম করেন না। তাঁর স্ত্রী চম্পা খাতুন মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান। 

এ ঘটনায় রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে। এ ঘটনায় মিলন শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত