Ajker Patrika

ভাড়াটিয়ার ঘর থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি (রায়পুরা) নরসিংদী
ভাড়াটিয়ার ঘর থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘর থেকে হানিফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল পৌনে ৯টায় উপজেলার পৌর শহরের হাসিমপুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর হাসিমপুরে নিজ বাড়িতে থাকতেন হানিফ মিয়া। পাশের ঘরটি ভাড়া দেওয়া ছিল। আজ সকালে ভাড়াটিয়া তানজিনাকে দশ মিনিটের জন্য বাইরে বের হতে বলে ঘরে ঢোকেন হানিফ। পরে দরজা-জানালা লাগিয়ে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

ভাড়াটিয়া তানজিলার বলেন, ঘরে ঢোকার পর অনেক সময় পার হলেও সাড়া তাঁর পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির মালিক হানিফ মিয়ার স্ত্রীকে বিষয়টি জানানো হয়। পরে তিনি এসে জানালার ফাঁক দিয়ে দেখেন তাঁর স্বামীর ঝুলন্ত মরদেহ। 

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত