Ajker Patrika

ইয়াবা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৪  

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১২: ১১
ইয়াবা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৪  

মানিকগঞ্জের হরিরামপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন হরিরামপুর উপজেলার শালখাই গ্রামের আরফান খানের ছেলে সৌরভ খান (২১) এবং কৌড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে নাঈম (২৩)। আটক নাঈম ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার ডিবির আভিযানিক দল হরিরামপুর ও শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে। এ সময় ২৫ গ্রাম হেরোইনসহ দুজন এবং ৫০০ পিস ইয়াবাসহ আরও দুজনকে আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় হরিরামপুর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের আগেও নাঈমের বিরুদ্ধে মামলা দিয়েছে বিরোধী পক্ষ। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে, জেলা ছাত্রলীগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত