Ajker Patrika

পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবরাহ করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯: ২৭
পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবরাহ করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র সরবরাহের চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম নাদিম (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম। 

আজ সোমবার দুপুরে উপজেলার সিরাজনগর এম. এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত রফিকুল ইসলাম নাদিম উপজেলার বড়চর গ্রামের মো. আবুল কালামের ছেলে। 

জানা গেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্রে বহিরাগত রফিকুল ইসলাম নাদিম পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে উত্তরপত্র সরবরাহ করাসহ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা হাতে নাতে ধরে উপস্থিত নির্বাহী হাকিম শফিকুল ইসলামের নিকট হাজির করেন। এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম অপরাধ স্বীকার করেন। পরে নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামলগীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নুরুন্নবী, কেন্দ্র সচিব মো. সোহরাব উদ্দিনসহ প্রমুখ। 

আসামিকে পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত