Ajker Patrika

গলায় বাঁধল ডিশের তার, চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে যুবকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১২: ৩০
গলায় বাঁধল ডিশের তার, চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে টাঙ্গাইলে কুমুদিনী হাসপাতালে এবং দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেললাইনের ওপর দিয়ে নিয়ে যাওয়া ডিশলাইনের তারের সঙ্গে জড়িয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পূর্ব গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে নিহত ও আহত একজনের নাম জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান। তিনি বলেন, ‘রেল পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। আহতেরা কুমুদিনী ও টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

নিহত যাত্রী হলেন সজীব হোসেন (২০)। তিনি নওগাঁ সদর উপজেলার রাইজুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আহত হয়েছেন রিমন হোসেন (২৬)। তিনিও একই জেলার বদরগাছী উপজেলার এনামুল হকের ছেলে। তিনি কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। রিমনের হাত ও পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের পরিচয় জানা যায়নি।

মির্জাপুর রেল স্টেশনের পূর্ব গেটের গেটম্যান শান্ত ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টা ৫ মিনিটে মির্জাপুর স্টেশন অতিক্রম করে। এর আধা ঘণ্টা পর রক্তাক্ত আহত এক যুবক রুমে এসে বলে, সে ওই ট্রেনের যাত্রী ছিল। ছাদ থেকে পড়ে আহত হয়েছে এবং আরেকজন ঘটনাস্থলেই মারা গেছে। পরে আমি সঙ্গে সঙ্গে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। তারা এসে আহত ওই যুবককে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।’

শান্ত ইসলামের দাবি, গতকাল সোমবার তিনি ডিশলাইন ব্যবসায়ীকে তারগুলো উঁচু করে টেনে দেওয়ার জন্য জানিয়েছিলেন।

মির্জাপুর রেলস্টেশনের পূর্ব গেট এলাকার দুর্ঘটনাস্থলকুমুদিনী হাসপাতালে ভর্তি আহত রিমন হোসেন আজকের পত্রিকা বলেন, ‘আমি গাজীপুর স্ট্যান্ডার্ড সিরামিক কোম্পানিতে কাজ করি। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য রাত সাড়ে ১০টায় জয়দেবপুর স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নওগাঁর উদ্দেশে রওনা দেই। মির্জাপুর স্টেশনে পৌঁছালে আমার পাশে বসা এক যাত্রীর গলায় ডিশ লাইনের তার বেঁধে যায়। তখন সে পড়ে যাওয়ার সময়, বাঁচার জন্য আমার পা ধরে। তখন আমিও পড়ে যাই। ওই সময়ে আরও দুজন যাত্রীর গলায় তার বেঁধে যায় কিন্তু তারা ট্রেনের ছাদ থেকে পড়েনি।’

টাঙ্গাইল রেলপুলিশ ফাঁড়ির কনস্টেবল আব্দুল মালেক আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে সকাল পাঁচটার দিকে মির্জাপুরে গিয়ে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেললাইন সংলগ্ন স্থানীয় বাসিন্দা আইয়ুব খান জানান, রাত সাড়ে ১২টার দিকে গেটম্যান শান্ত ইসলাম তাঁকে জানালে তিনি ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় আহত যুবককে কুমুদিনী হাসপাতালে পাঠান এবং পরে নিহত যুবকের লাশ রেললাইন থেকে খুঁজে বের করেন।

বাংলাদেশ রেল পুলিশ টাঙ্গাইল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ও নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত