নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে পণ্য দেওয়া হবে। একমাত্র যাদের কার্ড আছে, তারাই এই সুযোগ পাবে।’
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইতিমধ্যে ৮৫ শতাংশ কার্ড তৈরি হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ১৩ লাখ কার্ড বিতরণ করা হবে। প্রায় অর্ধেক কার্ড তৈরি হয়ে গেছে।
একটি ওয়ার্ডে একাধিক ডিলারের দোকান থাকবে। সেখান থেকে ব্যক্তি স্ক্যানিং করে পণ্য কিনতে পারবেন। এই স্ক্যানিংয়ের তথ্য ডাটাবেজে যুক্ত থাকবে। মাসে একবারের বেশি স্ক্যানিং করার সুযোগ থাকবে না বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম হঠাৎ করে বেশি। খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।’
মন্ত্রী বলেন, ‘আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার, কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকৃত দাম কেমন পড়ছে তা ক্যালকুলেশন করে নতুন দাম নির্ধারণ করা হবে।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে পণ্য দেওয়া হবে। একমাত্র যাদের কার্ড আছে, তারাই এই সুযোগ পাবে।’
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইতিমধ্যে ৮৫ শতাংশ কার্ড তৈরি হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ১৩ লাখ কার্ড বিতরণ করা হবে। প্রায় অর্ধেক কার্ড তৈরি হয়ে গেছে।
একটি ওয়ার্ডে একাধিক ডিলারের দোকান থাকবে। সেখান থেকে ব্যক্তি স্ক্যানিং করে পণ্য কিনতে পারবেন। এই স্ক্যানিংয়ের তথ্য ডাটাবেজে যুক্ত থাকবে। মাসে একবারের বেশি স্ক্যানিং করার সুযোগ থাকবে না বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম হঠাৎ করে বেশি। খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।’
মন্ত্রী বলেন, ‘আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার, কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকৃত দাম কেমন পড়ছে তা ক্যালকুলেশন করে নতুন দাম নির্ধারণ করা হবে।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে