Ajker Patrika

টেঁটাযুদ্ধ নির্মূলের দাবিতে রায়পুরায় মানববন্ধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
টেঁটাযুদ্ধ নির্মূলের দাবিতে রায়পুরায় মানববন্ধন

টেঁটাযুদ্ধ নির্মূলের দাবিতে নরসিংদীর রায়পুরায় আজ শনিবার মানববন্ধন হয়েছে। ‘শান্তির আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁটা-বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক’ স্লোগানে আজ বিকেলে উপজেলার চরাঞ্চলের মধ্যনগর এলাকায় কালিকাপুর-মধ্যনগর সড়কে এ মানববন্ধন হয়। ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুবকল্যাণ সংঘ নামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কর্মসূচিতে সংগঠনের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। 

মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা টেঁটাযুদ্ধ নির্মূলের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোশাররফ হোসাইন, আল আমিন, জাকির হোসাইন, বাবুল শরিফ, শহিদুল্লাহ, মাসুম নাজমুল শিকদার, আলমগীর হোসেন, আল আমিন চৌধুরী, উমর ফারুক, নূর আলম শরিফুল শামীমসহ সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা টেঁটাযুদ্ধের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি হয়। এতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব ন্যক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য শান্তিপূর্ণ চরাঞ্চল গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত