Ajker Patrika

কোটালীপাড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬: ৪০
কোটালীপাড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতা কর্মীরা। কমিটি ঘোষণার পর গতকাল শনিবার শহরে গভীর রাত পর্যন্ত এ বিক্ষোভ চলে। এ সময় কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। 

আজ রোববার দ্বিতীয় দফায় বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক অবরোধ ও দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। 

সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো, রাজীব শেখ, ইয়াদুল নিজামী, লালন শেখ, টিএম শফিকসহ পদ বঞ্চিত নেতারা। 

এ দিকে দুপুরে ঘোষিত কমিটি সভাপতি কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া কর্মী সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। 

কোটালীপাড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ছাত্রলীগের পদবঞ্চিতরাজানা গেছে, গত শনিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কমিটি প্রকাশ করে। এতে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি করা হয়। 

ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো, রাজীব শেখ ও ইয়াদুল নিজামী জানান, ‘শনিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা তার ফেসবুক থেকে উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে এক বছরের জন্য মো. স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। ঘোষিত এই কমিটিতে শুধুমাত্র সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষর রয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থী। এ ছাড়া ঘোষিত কমিটির সভাপতির বয়স পাঁচ বছর ও সাধারণ সম্পাদকের বয়স তিন বছর বেশি, যা গঠনতন্ত্রবিরোধী। 

কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। সংগঠনে থেকে কলেজ এবং উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। করোনার আগেই উপজেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সম্মেলন পিছিয়ে যায়। এর জন্য আমাদের বয়স কিছুটা বেড়ে গিয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর পরে তিনি বয়স শিথিল করেছেন। আর এ কারণেই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।’ 

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা জানান, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা পাননি। তাই তিনি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করেননি। 

কোটালীপাড়ায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ছাত্রলীগের পদবঞ্চিতরাজেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাবৃন্দ, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরার উপস্থিতিতে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের মতামতের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি বাসায় যাওয়ার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও তিনি উপস্থিত হননি। তাই নেতৃবৃন্দের নির্দেশে আমার একক স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়েছে।’ 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে ফোনে ডেকে নেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ এই কমিটি গঠন করেছে। সেখানে আমি উপস্থিত ছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে। যারা পদ পায়নি তারা একটু কষ্ট পেয়েছে। তাই তারা পদের জন্য একটু আন্দোলন করছে। তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি। সব ঠিক হয়ে যাবে।’ 

কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত