Ajker Patrika

রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় নারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তায় বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল ৯টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। 

দক্ষিণ কেরানীগঞ্জের আইন্টার গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা বেগম। গৃহিণী হালিমার দুই ছেলে ও দুই মেয়ে। 

হালিমার মেয়ের স্বামী আতিকুর রহমান জনি জানান, তিনি ডায়াবেটিসের রোগী। নিয়মিত শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসা নিতেন। চিকিৎসার জন্য আজ সকালেও বাসা থেকে একাই হাসপাতালের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পর পথচারীদের মাধ্যমে খবর পান, গুলিস্তানে দুই বাসের চাপায় আহত হয়েছেন তিনি। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। 

হালিমা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. লিটন জানান, গুলিস্তান পাতাল মার্কেটের ওপরের রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন ওই নারী। তখন ট্রাফিক সার্জেন্ট তাঁর মাধ্যমে নারীকে হাসপাতালে পাঠান। 

মতিঝিল জোনের ট্রাফিক সার্জেন্ট মো. দিদারুল ইসলাম জানান, সকালে পাতাল মার্কেটের ওপরে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের পাশ দিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে ওই নারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত