নিজস্ব প্রতিবেদক ঢাকা
কসমেটিক বিক্রিতে ওষুধ প্রশাসনের অনুমোদন লাগবে। ওষুধ ও কসমেটিকস আইন-২০২২ এ এই নির্দেশনা রয়েছে। আজ সোমবার মন্ত্রিসভা আইনটির চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর আজ বিকেলে পরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর ওষুধ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন আইনে কিছু সংযোজন করা হয়েছে। বর্তমান আইনটি হবে ওষুধ ও কসমেটিকস আইন ২০২২। এখানে ক্লিনিক্যাল ট্রায়াল, ওষুধের কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয় নির্দেশনা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে কসমেটিকস এবং মেডিকেল ডিভাইস সংযোজন করা হয়েছে। খসড়া আইনে মেডিকেল ডিভাইস ও কসমেটিকসের বিষয়টি উল্লেখ ছিল না। এই আইনে ৩০টি বিষয়ের শাস্তির বিধান রয়েছে। অপরাধ এবং ধরন অনুযায়ী এর শাস্তি নির্ধারিত রয়েছে। ২০ হাজার থেকে ১০ লাখ টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আইনে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নকল ওষুধ উৎপাদন মজুত, বিতরণ বা ভেজাল ওষুধ বিতরণ এবং সরকারি ওষুধ বিক্রি, বিতরণ করলে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ওটিসির পণ্য বা ওভার দা কাউন্টার বা ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির বিধান রয়েছে। এর বাইরে অন্যান্য বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।
কসমেটিক বিক্রিতে ওষুধ প্রশাসনের অনুমোদন লাগবে। ওষুধ ও কসমেটিকস আইন-২০২২ এ এই নির্দেশনা রয়েছে। আজ সোমবার মন্ত্রিসভা আইনটির চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর আজ বিকেলে পরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর ওষুধ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন আইনে কিছু সংযোজন করা হয়েছে। বর্তমান আইনটি হবে ওষুধ ও কসমেটিকস আইন ২০২২। এখানে ক্লিনিক্যাল ট্রায়াল, ওষুধের কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয় নির্দেশনা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে কসমেটিকস এবং মেডিকেল ডিভাইস সংযোজন করা হয়েছে। খসড়া আইনে মেডিকেল ডিভাইস ও কসমেটিকসের বিষয়টি উল্লেখ ছিল না। এই আইনে ৩০টি বিষয়ের শাস্তির বিধান রয়েছে। অপরাধ এবং ধরন অনুযায়ী এর শাস্তি নির্ধারিত রয়েছে। ২০ হাজার থেকে ১০ লাখ টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আইনে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নকল ওষুধ উৎপাদন মজুত, বিতরণ বা ভেজাল ওষুধ বিতরণ এবং সরকারি ওষুধ বিক্রি, বিতরণ করলে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ওটিসির পণ্য বা ওভার দা কাউন্টার বা ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির বিধান রয়েছে। এর বাইরে অন্যান্য বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
১৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
৩৬ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে