Ajker Patrika

মমতাজের আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা সাবেক এমপিপুত্র চঞ্চলের

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৩: ৩১
মমতাজের আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা সাবেক এমপিপুত্র চঞ্চলের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর-সিংগাইর-মানিকগঞ্জ সদরের একাংশ) আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য (হরিরামপুর-শিবালয়) সামসুদ্দিন আহমেদের ছোট ছেলে সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। তিনি গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। তিনি হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদকও ছিলেন।

এর আগে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দলের কেউ প্রার্থী হলে সমস্যার সৃষ্টি হয় এমন কিছু করা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশই হচ্ছে সবচেয়ে বড়।’

প্রসঙ্গত, মানিকগঞ্জ-২ আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত