Ajker Patrika

টুঙ্গিপাড়ায় পানি না পেয়ে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ২১: ০৭
টুঙ্গিপাড়ায় পানি না পেয়ে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাইপলাইনে পানি সরবরাহ না পেয়ে কুশলী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ইউপি চেয়ারম্যান।

আর আগে রোববার সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের খালেক বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম কামরুল ইসলাম। তিনি কুশলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওই ইউনিয়নের খালেক বাজার কমিটির সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ৩ মাস কুশলী ইউনিয়ন পরিষদ থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত সুপেয় পানি ঠিকমতো পাচ্ছিলেন না ৬,৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু পানির বিল বাবদ ওইসব বাসিন্দার কাছ থেকে প্রতি মাসে রসিদের মাধ্যমে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছিল। ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারকে এলাকাবাসী ও অভিযুক্ত কামরুল একাধিকবার জানালেও কোনো সমাধান হয়নি। পরে গত রোববার পানি সরবরাহ নিয়ে সন্ধ্যায় খালেক বাজারে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় কামরুল ইসলামের। একপর্যায়ে পায়ের জুতা খুলে ইউপি চেয়ারম্যানকে মারতে শুরু করেন কামরুল। তখন স্থানীয়রা মারামারি ঠেকিয়ে দিলে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাড়ি চলে যান।

অভিযুক্ত কামরুল ইসলামের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘চেয়ারম্যানকে জুতাপেটা করা হয়নি। গত তিন মাস ধরে ইউনিয়ন পরিষদ থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত পানি আমরা পাচ্ছি না। চেয়ারম্যানের সঙ্গে এই নিয়ে কামরুলের বাগ্‌বিতণ্ডা হয়েছে। আর এ ঘটনার পর গত সোমবার সন্ধ্যায় চেয়ারম্যানের ভাই জাহাঙ্গীর সর্দারের ছেলে হৃদয়সহ ১০/১৫ জন লোক আমাদের দোকানের সামনে থাকা কয়েকটি ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। এ ছাড়া আমার স্বামী ও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।’

এ বিষয়ে কুশলী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সর্দার দোকানের সামনে ব্যানার ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘রোববার সন্ধ্যায় আমি গাড়ি থেকে নেমে এক আওয়ামী লীগ নেতার কথা বলছিলাম। হঠাৎ কামরুল জুতা দিয়ে আমার পেছনে আঘাত করে চলে যায়। পরে আমিও বাড়ি চলে আসি। আমার লোকজনকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর নির্দেশ দিয়েছি। এ ছাড়া তারা নিজেদের দোষ ঢাকতে বিভিন্ন রকম কিচ্ছাকাহিনি রটাচ্ছে। তবে পানির সরবরাহ মিটারে সমস্যা হয়েছে। ৩ লাখ টাকা দিয়ে নতুন মিটার কেনা হয়েছে। এখন পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় চেয়ারম্যান আজ মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত কামরুল ইসলামকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত