Ajker Patrika

নরসিংদীতে জবির ছাত্রী অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জবির ছাত্রী অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি হয়। 

বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা প্রতিনিধি, স্থানীয় নারী নেতারা, সুধীজনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও ছাত্র রায়হান সিদ্দিকী আম্মানের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানান। ভবিষ্যতে যাতে বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন বক্তারা। এ ছাড়া উচ্চ আদালতের রায় অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স সক্রিয় করার জন্য আহ্বান জানানো হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি নাজমুন্নাহার আমেনা, সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোখসানা আক্তার, শিক্ষক মো. আমিনুল ইসলাম, শিক্ষক নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত