Ajker Patrika

ভিসি ও ডিনস সার্টিফিকেট পেলেন গ্রিন ইউনিভার্সিটির ২৬২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিসি ও ডিনস সার্টিফিকেট পেলেন গ্রিন ইউনিভার্সিটির ২৬২ শিক্ষার্থী

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় গ্রিন ইউনিভার্সিটির ২৬২ শিক্ষার্থীকে ভিসি ও ডিনস সার্টিফিকেট দেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামার-২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের এই সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শুধু একাডেমিক ক্ষেত্রে পারদর্শী হলে চলবে না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে।’ একুশ শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় যোগ্যতা ও দক্ষতা দিয়ে সব স্তরে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার আহ্বানও জানান উপাচার্য। 

একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে বলে মত দেন উপস্থিত বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। 

 অনুষ্ঠানে মোট ২৬২ শিক্ষার্থীর মধ্যে ১১১ শিক্ষার্থী ভিসি এবং ১৫১ জন ডিনস সার্টিফিকেট পেয়েছেন। পরীক্ষার ফলে শিক্ষার্থীরা সিজিপিএ-৩.৯০ থেকে ৪.০০ পেলে ভিসি সার্টিফিকেট এবং সিজিপিএ-৩.৮০ থেকে ৩.৮৯ অর্জন করলে ডিনস সার্টিফিকেট লাভ করে থাকেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর) এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত