Ajker Patrika

মধুপুরে ধান-চাল সংগ্রহ উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১৬: ৩৮
মধুপুরে ধান-চাল সংগ্রহ উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগান টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে ধান চাল ক্রয় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের কলেজ পাড়ার খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় শুরু হয়।

খাদ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন। সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য ও গুদাম কর্মকর্তা শাকিলা শারমিন। উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, গুদাম কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নামনি, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, চলতি মৌসুমে মধুপুর উপজেলায় কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ১১ হাজার ৬০ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৬ হাজার ৪২৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে খাদ্য বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত