ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের ডিউটি দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আনসার ও ভিডিপির কর্মরত দলনেতাদের দিয়ে সিন্ডিকেট করে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকের বিরুদ্ধে।
২১ মে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৫৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ৬৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য। এর মধ্যে পুরুষ সদস্য ৪৬৪ এবং নারী আনসার সদস্য ২৩২ জন। এই সদস্যদের নিয়োগ দেওয়ার লক্ষ্যে গত শনিবার যাচাই-বাছাই করা হয়। শেষে আনসার সদস্যদের তালিকা তৈরি করা হয়। এ আগে নেওয়া হয় ঘুষ। গতকাল রোববার উপজেলার সাতটি ইউনিয়নের কমপক্ষে ২০ জন আনসার সদস্যের সঙ্গে কথা বলে ঘুষ নেওয়ার বিষয়ের সত্যতা পাওয়া যায়। এই সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাচনে যাঁরা ডিউটি করবেন তাঁদের অধিকাংশ সদস্যকে ৮০০ থেকে ১ হাজার টাকা দিতে হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আনসারের এক প্লাটুন কমান্ডার বলেন, ‘অফিসের স্যাররা বলেছেন খরচ নিতে। কী কারণে এবং কোন খরচের জন্য তা আমি বলতে পারব না। সবার কাছ থেকে টাকা নেওয়া হয় নাই, কয়েকজনের কাছ থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে।’
তবে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার জানান, ‘অর্থ-বাণিজ্যের বিষয়ে আমি অবগত নই। ১৭ জন আনসার সদস্য ভুয়া সার্টিফিকেট দিয়ে ডিউটি নিতে এসেছিলেন। তাঁদের নেওয়া হয়নি। তাঁরা হয়তো এমন মিথ্যাচার করতে পারেন।’
নির্বাচনে দুই দিন দায়িত্ব পালন বাবদ প্রতি সদস্য সম্মানী পাবেন ২ হাজার ৮৫০ টাকা। প্লাটুন কমান্ডার (পিসি) ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডাররা (এপিসি) পাবেন ৩ হাজার ১৫০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, টাকা না দিলে তাঁদের ডিউটি দেওয়া হয় না। অফিস কর্মকর্তারা নানা ধরনের হয়রানি করেন। সাধারণ আনসার সদস্যরা নিরুপায়, ভয়ে কিছু বলতে পারি না।’
তবে ঘিওর সদর ইউনিয়ন আনসার দলনেতা (সহকারী কমান্ডার) ছায়া রানী ও সামেজ উদ্দিন বলেন, ‘টাকা নেইনি। তবে কয়েকজন আত্মীয়স্বজনকে ডিউটিতে নিয়োগ দিয়েছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রবিউল জানান, ‘উপজেলায় একাধিক ইউনিটে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় তিন হাজার সাধারণ আনসার সদস্য রয়েছেন। অর্থ নিয়ে ডিউটি দেওয়ার বিষয়ে আমি অবগত নই।’
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের ডিউটি দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আনসার ও ভিডিপির কর্মরত দলনেতাদের দিয়ে সিন্ডিকেট করে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকের বিরুদ্ধে।
২১ মে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৫৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ৬৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য। এর মধ্যে পুরুষ সদস্য ৪৬৪ এবং নারী আনসার সদস্য ২৩২ জন। এই সদস্যদের নিয়োগ দেওয়ার লক্ষ্যে গত শনিবার যাচাই-বাছাই করা হয়। শেষে আনসার সদস্যদের তালিকা তৈরি করা হয়। এ আগে নেওয়া হয় ঘুষ। গতকাল রোববার উপজেলার সাতটি ইউনিয়নের কমপক্ষে ২০ জন আনসার সদস্যের সঙ্গে কথা বলে ঘুষ নেওয়ার বিষয়ের সত্যতা পাওয়া যায়। এই সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাচনে যাঁরা ডিউটি করবেন তাঁদের অধিকাংশ সদস্যকে ৮০০ থেকে ১ হাজার টাকা দিতে হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আনসারের এক প্লাটুন কমান্ডার বলেন, ‘অফিসের স্যাররা বলেছেন খরচ নিতে। কী কারণে এবং কোন খরচের জন্য তা আমি বলতে পারব না। সবার কাছ থেকে টাকা নেওয়া হয় নাই, কয়েকজনের কাছ থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে।’
তবে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার জানান, ‘অর্থ-বাণিজ্যের বিষয়ে আমি অবগত নই। ১৭ জন আনসার সদস্য ভুয়া সার্টিফিকেট দিয়ে ডিউটি নিতে এসেছিলেন। তাঁদের নেওয়া হয়নি। তাঁরা হয়তো এমন মিথ্যাচার করতে পারেন।’
নির্বাচনে দুই দিন দায়িত্ব পালন বাবদ প্রতি সদস্য সম্মানী পাবেন ২ হাজার ৮৫০ টাকা। প্লাটুন কমান্ডার (পিসি) ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডাররা (এপিসি) পাবেন ৩ হাজার ১৫০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, টাকা না দিলে তাঁদের ডিউটি দেওয়া হয় না। অফিস কর্মকর্তারা নানা ধরনের হয়রানি করেন। সাধারণ আনসার সদস্যরা নিরুপায়, ভয়ে কিছু বলতে পারি না।’
তবে ঘিওর সদর ইউনিয়ন আনসার দলনেতা (সহকারী কমান্ডার) ছায়া রানী ও সামেজ উদ্দিন বলেন, ‘টাকা নেইনি। তবে কয়েকজন আত্মীয়স্বজনকে ডিউটিতে নিয়োগ দিয়েছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রবিউল জানান, ‘উপজেলায় একাধিক ইউনিটে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় তিন হাজার সাধারণ আনসার সদস্য রয়েছেন। অর্থ নিয়ে ডিউটি দেওয়ার বিষয়ে আমি অবগত নই।’
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে