বিশেষ প্রতিনিধি, ঢাকা
আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত কর্মকর্তারা প্রজ্ঞাপনের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। ভূতাপেক্ষ পদোন্নতির এ প্রজ্ঞাপন না নিয়ে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। আজ রোববার সকাল সাড়ে ১০টার পর বঞ্চিত অর্ধশতাধিক কর্মকর্তা সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন সচিব তাঁদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরের বাইরে বের হয়ে বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। বিক্ষুব্ধ বঞ্চিত কর্মকর্তাদের কেউ কেউ জনপ্রশাসন সচিবকে পদত্যাগ করতে বলেন। এ সময় উচ্চস্বরে সচিবের সঙ্গে কথা বলেন তাঁরা।
জবাবে জনপ্রশাসন সচিব কর্মকর্তাদের বলেন, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার কাছ থেকে কোনো ফাইল আসেনি। ওই ফাইল আসার সঙ্গে সঙ্গেই তিনি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এরপরও সচিবের ওপর চাড়াও হয়ে কথা বলতে থাকেন বঞ্চিত কর্মকর্তারা। পরে জনপ্রশাসন সচিব নিজের দপ্তরে ঢুকে পড়েন।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা তৌহিদুর রহমান উপসচিবের পদ থেকে অবসরে গিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার ব্যাচের প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলাম। কিন্তু গত ১৬ বছরে আমাকে পদোন্নতি দেওয়া হয়নি। বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে অবস্থান করব।’
সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করে গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে বঞ্চনা নিরসন কমিটি। সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।
পরে নিজের দপ্তরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কোনো ফাইলপত্র পাঠায়নি। আমাদের এখানে ফাইল আসার পরে সেটি প্রসেস করতে একদিনের বেশি সময় নেব না।’
তবে সচিবের এ বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি বঞ্চিত কর্মকর্তারা। তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা সচিবের দপ্তরের সামনে অবস্থান করবেন বলে ঘোষণা দেন।
আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত কর্মকর্তারা প্রজ্ঞাপনের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। ভূতাপেক্ষ পদোন্নতির এ প্রজ্ঞাপন না নিয়ে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। আজ রোববার সকাল সাড়ে ১০টার পর বঞ্চিত অর্ধশতাধিক কর্মকর্তা সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন সচিব তাঁদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরের বাইরে বের হয়ে বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। বিক্ষুব্ধ বঞ্চিত কর্মকর্তাদের কেউ কেউ জনপ্রশাসন সচিবকে পদত্যাগ করতে বলেন। এ সময় উচ্চস্বরে সচিবের সঙ্গে কথা বলেন তাঁরা।
জবাবে জনপ্রশাসন সচিব কর্মকর্তাদের বলেন, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার কাছ থেকে কোনো ফাইল আসেনি। ওই ফাইল আসার সঙ্গে সঙ্গেই তিনি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এরপরও সচিবের ওপর চাড়াও হয়ে কথা বলতে থাকেন বঞ্চিত কর্মকর্তারা। পরে জনপ্রশাসন সচিব নিজের দপ্তরে ঢুকে পড়েন।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা তৌহিদুর রহমান উপসচিবের পদ থেকে অবসরে গিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার ব্যাচের প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলাম। কিন্তু গত ১৬ বছরে আমাকে পদোন্নতি দেওয়া হয়নি। বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে অবস্থান করব।’
সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করে গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে বঞ্চনা নিরসন কমিটি। সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।
পরে নিজের দপ্তরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কোনো ফাইলপত্র পাঠায়নি। আমাদের এখানে ফাইল আসার পরে সেটি প্রসেস করতে একদিনের বেশি সময় নেব না।’
তবে সচিবের এ বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি বঞ্চিত কর্মকর্তারা। তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা সচিবের দপ্তরের সামনে অবস্থান করবেন বলে ঘোষণা দেন।
রাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ করেছেন পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি এবং কাঁচাবাজার দোকানমালিক সমিতি
২৫ মিনিট আগেপাঠ্যবইয়ে যথাযথভাবে চব্বিশের গণ-অভ্যুত্থান তুলে ধরতে বই পরিমার্জনের দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, ২০২৫ সালের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের প্রতিফলন না হওয়া, ইতিহাস বিকৃতি, ব্যবহৃত ছবি নিয়ে প্রশ্ন ও মানহীনতা, বইয়ের অপ্রাসঙ্গিক প্রচ্ছদ এবং বিষয়বস্
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে