Ajker Patrika

‘ঋণের চাপে’ ব্যবসায়ীর আত্মহত্যা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ২১: ২৯
‘ঋণের চাপে’ ব্যবসায়ীর আত্মহত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনোদ হালদার (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর নিজের ঘর থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার নতুন বান্দুরা হালদারপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বিনোদ হালদার স্থানীয় মৃত নিতাই হালদারের ছেলে। পরিবারের দাবি, বিনোদের আত্মহত্যার কারণ জানে না তারা। এলাকাবাসীর ধারণা—জুয়া খেলার জন্য করা ঋণের চাপে আত্মহত্যা করেছেন বিনোদ। 

বিনোদের পরিবার বলছে, সোমবার বিকেলে দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান বিনোদ। এ সময় সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

এলাকাবাসী বলছেন, মাছ ব্যবসায়ী বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন। বিশেষ করে আইপিএলসহ নিয়মিত ক্রিকেট জুয়া খেলতেন। আর জুয়া খেলার টাকা জোগাড় করতে স্থানীয় একাধিক সুদি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। ঋণের চাপে বিনোদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তাঁরা। 

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অজিত কুমার রায় বলেন, ‘আজ (মঙ্গলবার) মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত