Ajker Patrika

বিএনপির বিক্ষোভের মুখে নিয়োগের দুই দিনের মাথায় পিপি সমাজীর পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৪: ৪০
বিএনপির বিক্ষোভের মুখে নিয়োগের দুই দিনের মাথায় পিপি সমাজীর পদত্যাগ 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট এহসানুল হক সমাজী পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

এহসানুল হক সমাজী আজকের পত্রিকাকে বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটার অনুবিভাগে তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন।

অ্যাডভোকেট সমাজী পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমি দীর্ঘ ৩৮ বছর যাবৎ সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছি। পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করলাম।’ পদত্যাগপত্রে তিনি তাঁকে নিয়োগ দেওয়ায় আইন উপদেষ্টাকে ধন্যবাদও জানান।

গত মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পিপি আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

গতকাল বুধবার দুপুর থেকেই ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন ও ওমর ফারুক ফারুকীর নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

পরে তাঁরা বিভিন্ন আদালতে গিয়ে নবনিযুক্ত পিপি যাতে মামলা পরিচালনা করতে না পারেন, সে জন্য বাধা দেন। তাঁরা পিপি অফিসে তালা দেন। আজ বৃহস্পতিবার সকালেও বিএনপিপন্থী আইনজীবীরা সমাবেশের ডাক দেন।

অ্যাডভোকেট সমাজী ২০০৭ সাল থেকে ২০০৯ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আমলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি ওই সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত