Ajker Patrika

ডুসা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বিজ্ঞপ্তি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৪
ডুসা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

দুর্নীতি দমনে কমিশনের পাশে থেকে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করাই দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য—এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শুক্রবার দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি দমন ও প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাঁরা বিগত এক বছরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন। 

২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। গত এক বছরে ডুসা দুদকে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর চিকিৎসা সহায়তা, মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তা; দেশের বিভিন্ন এলাকার বন্যাদুর্গতদের ত্রাণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানামুখী কাজ করেছে। 

২০২৩ সালে নতুন বছরে ডুসা সবার সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের যেকোনো সময়েরে চেয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করা হয়। ডুসার সভাপতি ও সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকারঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে। 

ডুসা প্রত্যাশা করে, অনাগত দিনে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টানার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত