Ajker Patrika

কার্যকর হচ্ছে না বঙ্গবন্ধু সেতুর বাড়তি টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৪৩
কার্যকর হচ্ছে না বঙ্গবন্ধু সেতুর বাড়তি টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচলে বাড়তি টোল আদায়-সংক্রান্ত জারি হওয়া প্রজ্ঞাপন কার্যকর না করার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ নির্দেশ দেয়। সোমবার রাত ১২টার পর থেকে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার কথা ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

আহসানুল কবীর পাভেল বলেন, গতকাল সোমবার রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুতে চলাচল করা পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। ওই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে অনিবার্য কারণে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হতে পারবেন চালকেরা। কবে নাগাদ নতুন প্রজ্ঞাপন কার্যকর করা হবে, সেটাও বলা যাচ্ছে না। 

এর আগে ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহনের চালকদের মধ্যে টোল বৃদ্ধির বিষয়ে লিফলেট ছাপিয়ে প্রচার শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি-সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোলহার বাড়ানো হয়েছে। মোটরসাইকেল ৫০ টাকা, হালকা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০, মাইক্রো, পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজর, ছোট ট্রাক (৫ টন) ১ হাজর, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজর ২৫০, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে। 

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। ওই সময় টোল বেড়ে দাঁড়িয়েছিল মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত