Ajker Patrika

কোরবানির পশু বহনকারী নৌযানে হাটের নামসহ ব্যানার টানানোর নির্দেশ নৌ-পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোরবানির পশু বহনকারী নৌযানে হাটের নামসহ ব্যানার টানানোর নির্দেশ নৌ-পুলিশের

নৌপথে কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে তা ব্যানারে লিখে নৌযানে টানানোর নির্দেশনা দিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ। 

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবস্থিত নৌ-পুলিশের সদর দপ্তরে পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা সংক্রান্ত এক মত বিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। 

অতিরিক্ত আইজিপি আলীম মাহমুদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং পশু ও পণ্য পরিবহন নিরাপদ করতে নৌ পুলিশ বদ্ধ পরিকর। এবার কোরবানির পশু পরিবহনে যাতে কোনো প্রকার বিঘ্ন না হয় সে জন্য কোরবানির পশু বহনকারী নৌযানে কোন হাটে ভিড়বে তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে এবং কোরবানির পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান নৌপথে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে। এছাড়া নৌপথে যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

অতিরিক্ত আইজিপি আলীম মাহমুদ আরও বলেন, ঈদে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে এবং পণ্য ও পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও আগামী ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, পকেটমারসহ যেকোনো হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সভার শুরুতে একটি ভিডিও এবং পাওয়ার পয়েন্ট প্রদর্শনের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে নৌ পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। 

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাঅনৌচ (যাপ), লঞ্চ মালিক সমিতি, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন, কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা, নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ পুলিশের নয়টি অঞ্চলের পুলিশ সুপারগণরা। 

এ সময় সভায় উপস্থিত বক্তারা নির্বিঘ্ন ও নিরাপদ নৌপথ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত