Ajker Patrika

রাজনীতি গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতি গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে: নুরুল হক নুর

দেশের রাজনীতি বর্তমানে গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘এই সরকারের সংকীর্ণতা সবাই দেখেছে। একজন তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন নোবেল প্রাপ্ত বিশিষ্ট নাগরিক সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অশোভন হয়েছে।’

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি।

জনগণের টাকায় পদ্মা সেতু করা হয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘পদ্মা সেতু করা হয়েছে জনগণের ভ্যাট ও ট্যাক্সের টাকায়। এত বড় একটা কাজ করায় প্রধানমন্ত্রী ধন্যবাদ পেতে পারে। কিন্তু ১০ হাজার কোটি টাকার কাজে ৪০ হাজার কোটি টাকা খরচ করার হিসাব তাকে দিতে হবে। কাকে কত পার্সেন্ট চাঁদা দেওয়া হয়েছে আর কত টাকা এখান থেকে লুটপাট হয়েছে এ হিসাবও দিতে হবে।’

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের প্রতিবাদ করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন ছাত্রলীগ যারা করে তারা অধিকাংশই মাদকাসক্ত, আমার কাছে এর প্রমাণ আছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা রুখে দাঁড়ালে তারা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। 

বিএনপির উদ্দ্যেশ্যে নুর বলেন, ‘বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।’ 

জনগণ এ সরকারের বিচার করবে উল্লেখ করে নুর বলেন, ‘২ কোটি টাকা তছরুপের মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে অথচ সেই টাকা এখনো ব্যাংকেই রয়েছে। এই সরকার দেশের ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণ শিগগিরই তাদের বিচার করবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মালেক ফরাজী এবং গণ অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত