নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে পরিত্যক্ত কারখানার মেশিনের নাটবল্টু চুরির অপবাদে দুই শিশুকে মারধর ও চোর আখ্যা দিয়ে চুল কেটে দিয়েছেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার। এ বিষয়ে জানতে গেলে মারধরের বিষয়টি স্বীকার করে শিশুদের টোকাই বলে অভিহিত করেন মেয়র।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তিন শিশুর মধ্যে একজনের বয়স ১০ এবং বাকি দুজনের আট বছর। তারা সকলেই মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
হালিম সিকদার গোপালদী পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এদিকে ঘটনার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বিকেলে ভুক্তভোগীদের বাড়ি গিয়ে আপস করার চেষ্টা চালান তিনি।
স্থানীয় ও ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রামচন্দ্রদী এলাকায় মেয়র হালিম সিকদারের একটি পাওয়ারলুম (তাঁত) কারখানা ছিল। কিছুদিন আগে কারখানা বন্ধ হওয়ার পর পরিত্যক্তভাবে ছিল মেশিনগুলো। প্রায়ই সেসব মেশিন থেকে যন্ত্রাংশ চুরি হতো। সোমবার সকালে কারখানার কাছে খেলতে যায় ওই তিন শিশু। সেখানে পড়ে থাকা কিছু যন্ত্রাংশ (নাট-বল্টু) হাতে নিয়ে খেলতে থাকে তারা। বিষয়টি মেয়র দেখতে পেয়ে তার লোকজনকে নির্দেশ দেন শিশুদের বেঁধে রাখতে। এরপর শিশুদের হাত বেঁধে প্রায় কয়েক কিলোমিটার হাঁটিয়ে প্রকাশ্যে চুল কেটে দেওয়া হয়। এক শিশুর বাবা ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করলেও তাতে কর্ণপাত করেনি মেয়র ও তাঁর লোকজন।
ভুক্তভোগী এক শিশুর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটা মাদ্রাসায় পড়াই। আমার ছেলেটা ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ও (ছেলে) কোনো কিছু চুরি করবে এটা আমার বিশ্বাস হয় না। তারপরেও যদি চুরি করে থাকে আমি ক্ষতিপূরণ দিতাম। বাচ্চা মানুষকে এভাবে সবার সামনে অপমান অপদস্থ করল! পুরো পরিবারটাকে অপমান হতে হইছে। এই ঘটনার পর বাসার কেউ আর এই এলাকায় থাকতে চায় না।’
চুল কাটা ও মারধরের বিষয়টি স্বীকার করে মেয়র হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা সবাই বলতাছেন এরা নাকি মাদ্রাসার ছাত্র। এরা তো টোকাই। ওরা বিভিন্ন ভাঙাচোরা মেশিন পাইলেই ওই খান থেকে যন্ত্রপাতি চুরি কইরা বেঁচে। তিন মাস ধইরাই আমার মিলের অনেক মেশিন চুরি করেছে ওরা। আজকে হাতেনাতে ধরছি। ওদের বাড়িতেই আমি বসে আছি, আপনারা আসেন আমার কাছে।’
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘এমন অভিযোগ থানায় করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।’
নারায়ণগঞ্জে পরিত্যক্ত কারখানার মেশিনের নাটবল্টু চুরির অপবাদে দুই শিশুকে মারধর ও চোর আখ্যা দিয়ে চুল কেটে দিয়েছেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার। এ বিষয়ে জানতে গেলে মারধরের বিষয়টি স্বীকার করে শিশুদের টোকাই বলে অভিহিত করেন মেয়র।
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তিন শিশুর মধ্যে একজনের বয়স ১০ এবং বাকি দুজনের আট বছর। তারা সকলেই মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
হালিম সিকদার গোপালদী পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এদিকে ঘটনার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বিকেলে ভুক্তভোগীদের বাড়ি গিয়ে আপস করার চেষ্টা চালান তিনি।
স্থানীয় ও ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রামচন্দ্রদী এলাকায় মেয়র হালিম সিকদারের একটি পাওয়ারলুম (তাঁত) কারখানা ছিল। কিছুদিন আগে কারখানা বন্ধ হওয়ার পর পরিত্যক্তভাবে ছিল মেশিনগুলো। প্রায়ই সেসব মেশিন থেকে যন্ত্রাংশ চুরি হতো। সোমবার সকালে কারখানার কাছে খেলতে যায় ওই তিন শিশু। সেখানে পড়ে থাকা কিছু যন্ত্রাংশ (নাট-বল্টু) হাতে নিয়ে খেলতে থাকে তারা। বিষয়টি মেয়র দেখতে পেয়ে তার লোকজনকে নির্দেশ দেন শিশুদের বেঁধে রাখতে। এরপর শিশুদের হাত বেঁধে প্রায় কয়েক কিলোমিটার হাঁটিয়ে প্রকাশ্যে চুল কেটে দেওয়া হয়। এক শিশুর বাবা ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করলেও তাতে কর্ণপাত করেনি মেয়র ও তাঁর লোকজন।
ভুক্তভোগী এক শিশুর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটা মাদ্রাসায় পড়াই। আমার ছেলেটা ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ও (ছেলে) কোনো কিছু চুরি করবে এটা আমার বিশ্বাস হয় না। তারপরেও যদি চুরি করে থাকে আমি ক্ষতিপূরণ দিতাম। বাচ্চা মানুষকে এভাবে সবার সামনে অপমান অপদস্থ করল! পুরো পরিবারটাকে অপমান হতে হইছে। এই ঘটনার পর বাসার কেউ আর এই এলাকায় থাকতে চায় না।’
চুল কাটা ও মারধরের বিষয়টি স্বীকার করে মেয়র হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা সবাই বলতাছেন এরা নাকি মাদ্রাসার ছাত্র। এরা তো টোকাই। ওরা বিভিন্ন ভাঙাচোরা মেশিন পাইলেই ওই খান থেকে যন্ত্রপাতি চুরি কইরা বেঁচে। তিন মাস ধইরাই আমার মিলের অনেক মেশিন চুরি করেছে ওরা। আজকে হাতেনাতে ধরছি। ওদের বাড়িতেই আমি বসে আছি, আপনারা আসেন আমার কাছে।’
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘এমন অভিযোগ থানায় করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে