Ajker Patrika

মা-বাবার কাছে যেতে চায় জান্নাত

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা) 
মা-বাবার কাছে যেতে চায় জান্নাত

দাদুর সঙ্গে কাঁচপুর যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল সে। আট-নয় বছর বয়সী মেয়েটির নাম জান্নাতুল ফেরদৌস। আজ সোমবার পর্যন্ত তার ঠিকানা জোগাড় করা সম্ভব হয়নি। 

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার বাস স্ট্যান্ডে গত শনিবার জান্নাতুল ফেরদৌসকে একা ঘুরতে দেখা যায়। দাদুর সঙ্গে কাঁচপুর যাওয়ার পথে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় হারিয়ে যায় সে। পরে এক অটোরিকশা চালক তাকে গুলিস্তান থেকে নবাবগঞ্জের একটি বাসে উঠিয়ে দেয়। গত শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দায় তাকে নামিয়ে দেয় বাস।

শনিবার বিকেলে বাস স্ট্যান্ডে জান্নাতকে কান্নাকাটি করতে দেখেন পাশের স্থানীয় বাসিন্দা মো. স্বপন। পরে স্বপন তাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে স্বপনের স্ত্রীই জান্নাতকে দেখভাল করছেন। এখনো সে সেখানেই আছে। 

নিজের সম্পর্কে জান্নাত বলছে, তার বাবার নাম সোহেল, মায়ের নাম ইয়াসমিন এবং বাড়ি কাঁচপুর। সে একটি বাসায় কাজ করত। সেখান থেকে দাদুর সঙ্গে বাড়ি যাওয়ার সময় গুলিস্তানে সে হারিয়ে যায়। ওখানে এক অটোরিকশা চালক তাকে একটা বাসে উঠিয়ে দেয়। তারপর সে এখানে আসে। 

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই। এই বিষয়গুলো সমাজ সেবা অফিস দেখে থাকে।’ 

নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। বাচ্চাটি যাদের কাছে আছে, তাঁরা থানায় বিষয়টি জানালে থানা-পুলিশ বিষয়টি দেখবে। যদি থানা-পুলিশ সন্ধান না পায়, তাহলে আমরা বাচ্চাটির বিষয়ে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত