Ajker Patrika

ইজতেমা ময়দান বুঝে নিলেন দ্বিতীয় পর্বের আয়োজকেরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৮: ৩১
ইজতেমা ময়দান বুঝে নিলেন দ্বিতীয় পর্বের আয়োজকেরা

টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন পর শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম। 

সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘আজ ময়দান বুঝে নিয়েছি। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। কাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন।’ 

ডা. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। প্রথম পর্বে ইজতেমার ময়দানে প্রচুর ক্ষতিসাধন করা হয়েছে। মাইক নষ্ট, ভাঙা গ্যাসের চুলা ও পানির কল, ছেঁড়া বৈদ্যুতিক তার ও ময়দানে ময়লা আবর্জনার স্তূপ রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে।

তিনি বলেন, দেশের পাশাপাশি দ্বিতীয় পর্বে অংশ নিতে চার হাজার বিদেশি মুসল্লি বর্তমানে ঢাকার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন। প্রায় ১০ হাজার বিদেশি মুসল্লির সমাগম ঘটতে পারে বলে বলে জানান তিনি। 

ডা. মোহাম্মদ আব্দুস সালাম আরও বলেন, ‘আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম পর্ব আমাদের (সাদপন্থী) করার কথা রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বিষয়টি জানিয়েছিলাম। তাঁরা (জুবায়েরপন্থী) মেনে নিয়েছিল। দ্বিতীয় পর্ব শেষে ময়দানের সামান (মালামাল) আমাদের তত্ত্বাবধানে দিতে আলোচনা করব।’ 

মাওলানা সাদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ব্যবস্থা গ্রহণ করলে মাওলানা সাদ ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন। 

গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান বলেন, ‘ময়দানে আমাদের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। মেরামতের কাজ আজ থেকে চলবে। শুক্রবারের আগেই সব কাজ শেষ হবে।’ 

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘ইজতেমার প্রথম পর্ব শেষে আজ ময়দান বুঝে নিয়ে সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত