Ajker Patrika

পাংশায় আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭: ৪১
পাংশায় আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম 

রাজবাড়ীর পাংশা পৌর আওয়ামী লীগের সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. ওদুদ সরদার অতুরের (৬৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার পৌর শহরের মৈশালা গ্রামের মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। 

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আহত অতুর সরদার বলেন, প্রতিদিনের মতো মৈশালা বাজার এলাকার বাড়ি থেকে ফজরের নামাজের পর হাঁটতে বের হন। এ সময় মৈশালা স্কুলের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে মৌরাট ইউনিয়নের আনছার বিশ্বাসের দুই ছেলে আল আমিন ও উজ্জলসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা তাঁর দুই হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।  

তিনি বলেন, আনছার ও তাঁর ছেলেরা অস্ত্রধারী সন্ত্রাসী। তারা অস্ত্র নিয়ে ওই এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। ইতিপূর্বেও তাদের এ অবস্থার কথা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। ওদের নামে একাধিক মামলাও রয়েছে। 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত