Ajker Patrika

গাজীপুরে লাইনচ্যুত তুরাগ ট্রেনের ইঞ্জিন উদ্ধার

শ্রীপুর ও গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে লাইনচ্যুত তুরাগ ট্রেনের ইঞ্জিন উদ্ধার

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে তুরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। আজ বুধবার সকাল ৮টার দিকে ওই ইঞ্জিন পাল্টানোর সময় এই ঘটনা ঘটে। পরে এটি উদ্ধার করে কর্তৃপক্ষ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ ঢালী। তিনি বলেন, ‘আজ সকালে তুরাগ ট্রেনটি ঢাকা থেকে গাজীপুর পৌঁছে। এরপর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পুনরায় ঢাকার দিকে যাওয়ার জন্য ইঞ্জিন পরিবর্তন করতে সামনে আউটার সিগনালের ৪ নম্বর লাইন থেকে সরে যায়। এরপর উদ্ধারকারী ট্রেন এসে চার ঘণ্টা পর পুনরায় লাইনে উঠিয়ে ঢাকার দিকে রওনা হয়।

হানিফ ঢালী আরও বলেন, ‘জয়দেবপুর রেলওয়ে স্টেশনে একাধিক লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।’

জয়দেবপুর রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মকর্তা সারফুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ ট্রেনটি পৌঁছানোর পর স্টেশন মাস্টারের সিগনাল ছাড়া ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। চার ঘণ্টার চেষ্টায় ইঞ্জিন লাইনে ওঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত