ভিজিডি দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে: ফজিলাতুন নেসা ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৮: ৪৬
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৯: ০১

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ভিজিডি কর্মসূচি অর্থনৈতিকভাবে অসচ্ছল নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়নেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ এনজিওর নির্বাহী পরিচালকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

কর্মশালায় উপস্থিত এনজিওর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিজিডির মাধ্যমে দুস্থ নারীর উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে আপনাদের যে দায়িত্ব তা শতভাগ নিষ্ঠার সঙ্গে পালন করুন। সরকারও আপনাদের ভালো কাজের ইতিবাচক মূল্যায়ন করবে।’ 

ইন্দিরা বলেন, দেশব্যাপী ১০ লাখ ৪০ হাজার ভিজিডি উপকারভোগী মহিলাদের পরিবারগুলোকে অন্তত বাল্যবিবাহ থেকে মুক্ত রাখবেন। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে এনজিওদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি অনুদান যথাযথভাবে ব্যয় করারও আহ্বান জানান তিনি। 

এ সময় মহিলা ও শিশুবিষয়ক সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, দুর্যোগপ্রবণ এলাকার লোকজন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছেন। এসব লোকজন তিন-চার বছরে কোনো রকমে কিছু সঞ্চয় করে মাথা তুলে দাঁড়ায়। আবার বন্যা, ঝড়ে তাদের জীবন শূন্য হয়ে যায়। তিনি এনজিও প্রতিনিধিদের উদ্দেশ করে বলেন, এসব অসহায় লোকদের জন্য গুরুত্ব দিয়ে কাজ করুন। 

মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব মহিউদ্দিন ওসমানী, অতিরিক্ত সচিব এ কে এম শামিম আক্তারসহ মন্ত্রণালয় এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। 

কর্মশালায় সুলতানা আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাহিন আহমেদ চৌধুরী এবং সোসাইটি ফর সোশ্যাল এভাসমেন্ট ফর রুরাল পিপল (সার্প)-এর নির্বাহী পরিচালক আবুল হোসেন এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত