নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’
সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রান্তিক পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিতে ইউনিয়ন পরিষদ সদস্যদের আরও শক্তিশালী করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) উদ্যোগে ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘দেশে প্রত্যন্ত অঞ্চলের এই ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্যই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। সুতরাং, তাঁদের যত বেশি শক্তিশালী করা যাবে, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন তত বেশি শক্তিশালী ও বিস্তৃত হবে। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকেও আরও ত্বরান্বিত করতে হবে।’
সংগঠনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘দেশকে যদি উন্নত করতে হয়, উন্নয়ন যদি তৃণমূলে পৌঁছে দিতে হয়, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তবে ইউনিয়ন পরিষদ সদস্যদের কোনো বিকল্প নেই। এ জন্য অবশ্যই তাঁদের ক্ষমতায়িত করতে হবে, শক্তিশালী করতে হবে। তবে আপনাদের সংগঠিত হতে হবে, শক্তিশালী কণ্ঠস্বর তৈরি করতে হবে। আর এটি করতে পারলে নীতি নির্ধারণে প্রধানমন্ত্রীসহ সবাই আপনাদের গুরুত্ব দেবে।’
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অবিলম্বে স্থানীয় সরকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের অধীনে ন্যস্ত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শক্তিশালী হবে না। এ জন্য আমাদের আরও সক্রিয় ও বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাইসসের চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকীব আজাদ, সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান প্রমুখ।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৩৪ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে